জাতীয়

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চান ৯১ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই দেখতে চান ৯১ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা

করোনা আবহেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় মোটেও ভাটা পড়েনি। বরং তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তেমনটাই দেখা গেল ‘ইন্ডিয়া টুডে’-র ‘মুড অফ দ্য নেশন’ এর সমীক্ষায়। তাঁদের করা সমীক্ষা অনুযায়ী, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীই। জনপ্রিয়তায় নমোর ধারে কাছে নেই কেউই।

মুড অফ দ্য নেশনের (Mood of the Nation) সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের ৬৬ শতাংশ মানুষ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই বেছে নিয়েছেন। রাহুল গান্ধী ভোট পেয়েছেন মাত্র ৮ শতাংশ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ভোট পেয়েছেন মাত্র ৫ শতাংশ।

গালওয়ানে ভারত-চিনের সেনা সংঘর্ষের প্রথম ধাপে গত ২৯ জুন ৫৯ টি চিনা অ্যাপ, দ্বিতীয় ধাপে ৪৭টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার। এই সিদ্ধান্তকে দেশের ৯১ শতাংশ মানুষ মোদী সরকারকে সমর্থনই করেছে।

[ আরও পড়ুন : অযোধ্যায় রামমন্দির নিয়ে ভারত-পাক শব্দযুদ্ধ ]

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে করা এক সমীক্ষাতেও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীকেই। সেবারও রাহুল গান্ধী খুবই কম ভোট পেয়েছিলেন। নয়া এই সমীক্ষাতেও রাহুল গান্ধীর একই দশা।

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? সেই তালিকায় নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী নীতীশ গড়কড়ি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বসপা সুপ্রিমো মায়াবতী, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব প্রমূখের। কিন্তু এদের কেউই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারে কাছেই নেই।

আরও পড়ুন ::

Back to top button