আন্তর্জাতিক

ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছালো কানাডায়

ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছালো কানাডায়

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার প্রথম চালান কানাডায় পৌঁছেছে। রোববার (১৩ ডিসেম্বর) রাতে এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিষয়টি নিশ্চিত করেছেন।

জাস্টিন ট্রুডো বলেন, করোনার টিকা কানাডায় এসেছে, এটা একটা ভালো খবর। তাই বলে করোনার বিরুদ্ধে আমাদের লড়াই শেষ নয়।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর

এদিকে, সোমবার (১৪ ডিসেম্বর) বার্তা সংস্থা সিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কানাডায় সোমবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। দেশটির কিছুসংখ্যক মানুষ আজ টিকাটি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা বেলজিয়ামে উৎপাদন করা হচ্ছে। সেখান থেকে গত শুক্রবার টিকার চালানের যাত্রা শুরু হয়। জার্মানি ও যুক্তরাষ্ট্র হয়ে টিকার চালান কানাডায় পৌঁছায়।

 

আরও পড়ুন ::

Back to top button