প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কাভার ফটোর সুবিধা

Whatsapp Big Update : হোয়াটসঅ্যাপে কাভার ফটোর সুবিধা - West Bengal News 24

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমের মতো প্রোফাইলে কাভার ফটো যুক্ত করার সুবিধা আনতে যাচ্ছে মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। ডব্লিউএ বেটা ইনফোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ডেকানহেরাল্ড।

ডব্লিউএ বেটা ইনফো জানিয়েছে, ফিচারটি চালু হলে বিজনেস প্রোফাইলের সেটিংসে বেশকিছু পরিবর্তন আসবে। ব্যবহারকারীদের বিজনেস সেটিংসে ক্যামেরা বাটন যুক্ত করার বিষয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারী কোনো ছবি নির্বাচন করে বা নতুন ছবি তুলে কাভার ফটো হিসাবে ব্যবহার করতে পারবেন। স্ক্রিনশট অনুযায়ী, যখন ব্যবহারকারীরা যখন বিজনেস প্রোফাইলে প্রবেশ করবে তখন তারা প্রোফাইল ফটো ও স্ট্যাটাসের পাশাপাশি নতুন কাভার ফটোও দেখতে পারবেন।

আরও পড়ুন :: অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে কী করবেন?

বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে কাভার ফটো যুক্ত করার বিষয়টির পরীক্ষা চলছে। আগামীতে কমিউনিটি ফিচার চালুর বিষয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে কিছু কমিউনিটি অ্যাডমিনদের নিয়ন্ত্রণে সম্পূর্ণ একটি ব্যক্তিগত স্থান পাওয়া যাবে, যা অনেকটা ফেসবুক গ্রুপের মতো হবে।

আরও পড়ুন ::

Back to top button